Monday 14 June 2010

রায়পুরায় বিএনপি নেতার বাড়িতে আ.লীগের হামলার অভিযোগ

নরসিংদীর রায়পুরা উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি ও চর আড়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জহিরুল ইসলামের বাড়িতে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা, ভাঙচুর ও লুটপাট চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। গতকাল রোববার সকালে ইউনিয়নের বাখাইকান্দি গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
বিএনপির নেতা জহিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন ও সহ-সভাপতি নুরুল ইসলামের নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁর বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়ির পাঁচটি ঘরের জিনিসপত্র তছনছ করে। তারা আলমারি ভেঙে টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যান। এতে অন্তত পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের নেতা মো. জাকির হোসেন বলেন, ঘটনার সময় তিনি ঘুমাচ্ছিলেন। তাঁর অভিযোগ, চেয়ারম্যান পক্ষের হামলায় সুমন নামে তাঁদের পক্ষের এক যুবক আহত হয়েছেন। নুরুল ইসলামও হামলায় নেতৃত্ব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

http://www.prothom-alo.com/detail/date/2010-06-14/news/70796

No comments:

Post a Comment