Thursday 1 April 2010

যুদ্ধাপরাধের বিচারে আন্তর্জাতিক মান নিশ্চিত করতে হবে: রেনেটা

RTNN Thu 1 Apr 2010 4:35 PM BdST

ঢাকা, ০১ এপ্রিল (আরটিএনএন ডটনেট)-- যুদ্ধাপরাধের বিচারকে জটিল বিষয় হিসাবে উল্লেখ করে বিদায়ী জাতিসংঘের আবাসিক সমন্বয়ক ও ইউএনডিপির আবাসিক প্রতিনিধি রেনেটা লক এ বিচারে আন্তর্জাতিক মান এবং আইনের শাসনের প্রতিফলন দেখতে চেয়েছেন। বলেছেন, ‘আমরা চাই এ বিচার স্বচ্ছ ও নিরপেক্ষ হোক।’

আজ বৃহস্পতিবার সকাল ১১টায় বাংলাদেশ সচিবালয়ে আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমদের সঙ্গে বিদায়ী সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রেনেটা লক বাংলাদেশের যুদ্ধাপরাধের বিচার সম্পর্কে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বিষয়টি বাংলাদেশের অভ্যন্তরীণ আইন এবং পরিস্থিতির মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন। ইউএনডিপিসহ আন্তর্জাতিক সংস্থাগুলো সরকারের এই উদ্যোগকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে করছে বলেও তিনি জানান।

http://rtnn.net/details.php?id=23200&p=1&s=3

No comments:

Post a Comment