Wednesday 29 June 2011

মানবাধিকারের রিপোর্ট : এক মাসে ২১ শিশু ধর্ষণের শিকার নিহত ৩

স্টাফ রিপোর্টার
গত মাসে সারা দেশে ২১ শিশু ধর্ষণের শিকার হয়েছে। এদের মধ্যে ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৩ শিশুকে। আর এদের মধ্যে ৪ শিশুকে গণধর্ষণ করা হয়। শুধু শিশুই নয় ১১ জন নারীও ধর্ষণের শিকার হয়েছে। গতকাল বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার (বিএসইএইচআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে ২ জন ও পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় একজন। এছাড়া পুলিশ হেফাজতে নিহত ৩ জন এবং আত্মহত্যা করেছে একজন। একই সময় জেলহাজতে মারা গেছে ৭ জন। বিএসএফের গুলিতে নিহত হয়েছে ৫ জন, নির্যাতনে আহত হয়েছে ৬ জন এবং অপহরণের শিকার হয়েছে একজন বাংলাদেশী।
গত মাসে সারা দেশে যৌতুকের জন্য প্রাণ দিতে হয়েছে ২৯ নারীকে। পারিবারিক কলহের কারণে নির্যাতিত হয়ে নিহত হয়েছে ৪১ জন এবং আহত হয়েছে ১০ নারী। এসিডদগ্ধ হয়েছে ১০ নারী। গত মাসে পাচারের সময় উদ্ধার হয়েছে ৬ নারী ও ৩ শিশু। সারা দেশে বিভিন্ন কারণে আত্মহত্যার পথ বেছে নেয় ২১ নারী ও ৮ পুরুষ।

No comments:

Post a Comment