স্টাফ রিপোর্টার
ফেব্রুয়ারি মাসে দেশে বিচারবহির্ভূত হত্যার শিকার হয়েছেন ১৭ জন। জেল হেফাজতে মারা গেছেন ৯ জন। সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হয়েছেন আরও দু’জন। রাজনৈতিক সহিংসতায় ১০ জন নিহত ও ১০১৫ জন আহত হয়েছেন। ৪৭ নারী ও মেয়েশিশু ধর্ষণের শিকার হয়েছে। মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ফেব্রুয়ারি মাসের প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে। গতকাল সংগঠনটি তাদের মাসিক মানবাধিকার রিপোর্ট প্রকাশ করে। মানবাধিকার লঙ্ঘনের চিত্র তুলে ধরে রিপোর্টে ১০ দফা সুপারিশ উপস্থাপন করা হয়। বিশেষ করে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে একটি স্বাধীন কমিশন গঠন করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচারের সম্মুখীন করার দাবি জানানো হয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং সীমান্তে হত্যার বিষয়ে যথাক্রমে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর প্রতিক্রিয়ার নিন্দা জানিয়ে এসব ইস্যুতে সরকারকে তার অঙ্গীকারকৃত ‘জিরো টলারেন্স’ পালন করার আহ্বান জানানো হয়। আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে আটক এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার বিষয়ে সরকারের কাছে ব্যাখ্যা চাওয়া হয়।
সরকারকে গণতান্ত্রিক অধিকার চর্চার পথকে সঙ্কুচিত ও বাধাগ্রস্ত করা থেকে বিরত এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান, মোশরেফা মিশুসহ রাজনৈতিক কারণে আটককৃতদের অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়। সাংবাদিকদের ওপর হামলাকারীদের ও হুমকি প্রদানকারীদের অবিলম্বে গ্রেফতার এবং সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার দাবি করা হয়।
রিপোর্টে বলা হয়, গত মাসে আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাত ৩৪টি এবং বিএনপির ১১টি ঘটনা ঘটেছে। আওয়ামী লীগের অভ্যন্তরীণ সংঘাতে ৩ জন নিহত এবং ৪২১ জন আহত হয়েছেন। অন্যদিকে বিএনপির অভ্যন্তরীণ সংঘাতে ১ জন নিহত ও ৮২ জন আহত হন। আর ধর্ষণের শিকার ৪৭ জনের মধ্যে ১৬ নারী ও ৩০ মেয়ে শিশু রয়েছে। ১৬ নারীর মধ্যে ১ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ১১ জন গণধর্ষণের শিকার এবং ১ জন ধর্ষণের পর আত্মহত্যা করেছেন। ৩০ মেয়ে শিশুর মধ্যে ৩ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ৯ জন গণধর্ষণের শিকার হয়েছে এবং ২ জন ধর্ষণের পর আত্মহত্যা করেছে।
বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বিষয়ে গত ৩ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘আমি সব সময় বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে ছিলাম। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড দীর্ঘদিন ধরে চলছে। এটা রাতারাতি বন্ধ করা সম্ভব নয়’—বক্তব্য উদ্ধৃত করে রিপোর্টে বলা হয়, প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে এমন বক্তব্য দেয়ার দিনই ঢাকার মিরপুরে বোটানিক্যাল গার্ডেনে নুরুল ইসলাম সুমন নামে এক যুবক পুলিশের গুলিতে নিহত হয়েছেন এবং পরদিনই ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জাসদ গণবাহিনীর কথিত আঞ্চলিক কমান্ডার হজরত বেলাল যৌথবাহিনীর হাতে নিহত হয়েছেন।
এ বক্তব্যের সমালোচনা করে বলা হয়, বর্তমান সরকার ক্ষমতায় আসার দু’বছর পর এ প্রথম প্রধানমন্ত্রী ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হচ্ছে বলে স্বীকার করলেন। এর আগে সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কথা অস্বীকার করে আসছিলেন।
রিপোর্টে বলা হয়, ফেব্রুয়ারি মাসে আইন প্রয়োগকারী সংস্থার হাতে ১৭ জন নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এদের মধ্যে র্যাব কর্তৃক ৮, পুলিশ কর্তৃক ৬ এবং র্যাব-পুলিশ কর্তৃক ৩ জন নিহত হয়েছেন।
নিহত ১৭ জনের মধ্যে দু’জন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (লাল পতাকা), একজন পূর্ববাংলার কমিউনিস্ট পার্টির (জনযুদ্ধ), একজন গণবাহিনীর, দু’জন গণবাহিনীর (জাসদ) সদস্য, দু’জন যুবক, একজন ৫২ বছর বয়সী ও ৮ জন কথিত অপরাধী বলে জানা গেছে।
ফেব্রুয়ারি মাসে ৯ জন ‘অসুস্থতাজনিত’ কারণে জেল হেফাজতে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। এছাড়াও ৪ জন বিচারবহির্ভূতভাবে র্যাব ও পুলিশ হেফাজতে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ রয়েছে। এসময় একজন সাবেক বিডিআর জওয়ান হেফাজতে মৃত্যুবরণ করেছেন।
গত ১৫ ফেব্রুয়ারি রাজধানীর উত্তর শাহজাহানপুর এলাকা থেকে সাদা পোশাকে ও পোশাকধারী র্যাব সদস্যরা মুদি দোকান কর্মচারী রফিকুল ইসলামকে (৫০) ধরে নিয়ে যাওয়ার পর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন। রফিকুলের পরিবারের সদস্যরা অধিকারকে জানান, ধরে নিয়ে যাওয়ার পর তারা র্যাব সদর দফতর, স্থানীয় থানাসহ বিভিন্ন জায়গায় খোঁজ নিয়েছেন; কিন্তু কোথাও তাকে পাওয়া যায়নি। ঘটনার প্রত্যক্ষদর্শীরা অধিকারকে জানান, ঘটনার দিন বিকালে র্যাবের পোশাকধারী এবং সাদা পোশাকের ১৫-২০ সদস্য দোকান থেকে রফিকুলকে আটক করে নিয়ে যায়। কী অপরাধে তাকে আটক করা হয়েছে—এ ব্যাপারে তারা কিছুই জানায়নি। দিন-দুপুরে রফিকুলকে আটক করে নেয়ার এ দৃশ্য আশপাশের অন্যান্য দোকানদার, পথচারী ও সাধারণ মানুষ প্রত্যক্ষ করেছেন।
আড়িয়ল বিলে বিমানবন্দর পরিকল্পনা ইস্যুতে যেসব বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষের নামে মামলা দায়ের করা হয়েছে, তা প্রত্যাহারের দাবি জানানো হয়।
গত ৭ ফেব্রুয়ারি জাতীয় সংসদে পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে বিএসএফ কর্তৃক ফেলানী হত্যার বিষয়টি উপস্থাপন করতে গিয়ে বন ও পরিবেশ প্রতিমন্ত্রী হাসান মাহমুদ বলেন, ‘এটি একটি আকস্মিক ও বিচ্ছিন্ন ঘটনা, যা প্রতিবেশী দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্যে কোনো প্রভাব ফেলেনি।’ প্রায়ই ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশীদের বিএসএফ যেভাবে হত্যা এবং নির্যাতন করছে, তা যে আকস্মিক বা বিচ্ছিন্ন ঘটনা নয়, এ সংক্রান্ত পরিসংখ্যান দেখলেই তা বোঝা যাবে। অধিকার জাতীয় সংসদে মন্ত্রীর দেয়া এ বক্তব্যের নিন্দা জানায়। সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর মানবাধিকার লঙ্ঘন বন্ধে সরকারের বাস্তবসম্মত কার্যকরী পদক্ষেপ দাবি করা হয়।
ফেব্রুয়ারি মাসে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ দুই বাংলাদেশীকে নির্যাতন করে হত্যা করেছে এবং ৫ জন বিএসএফ কর্তৃক আহত হয়েছেন।
বিএসএফের গুলিতে নিহত ফেলানীর পরিবারকে ‘প্যাট্রিয়টস অব বাংলাদেশ’ নামের একটি সংগঠনের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেয়া এবং কুড়িগ্রাম জেলার দক্ষিণ রামখানা রহমতিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সমাবেশ করার জন্য সাবেক উইং কমান্ডার হামিদ উল্লাহ ও কবি আবদুল হাই শিকদারের নেতৃত্বে একটি দল গত ৯ ফেব্রুয়ারি কুড়িগ্রামে যায়। সেখানে তাদের বাধা প্রদান, হয়রানি ও ফেলানীর বাবাকে সরিয়ে রেখে এবং ১৪৪ ধারা জারি করে তাদের উদ্যোগে বাধা দেয়ার ঘটনায় অধিকার উদ্বেগ প্রকাশ করেছে।
ভারতের ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসমের (উলফা) তিন নেতা ক্যাপ্টেন অন্তু চাউদাং, সেকেন্ড লেফটেন্যান্ট প্রদীপ চেটিয়া এবং করপোরাল সৌরভকে ভারতের কাছে হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারতের মেঘালয় সীমান্তের ডাউকি এলাকা দিয়ে দীর্ঘদিন আটক রাখার পর উলফা নেতাদের ভারতের সীমান্তরক্ষীদের কাছে হস্তান্তর করা হয়েছে। এটা আমাদের সংবিধানবিরোধী পদক্ষেপ বলে সমালোচনা করে অধিকার।
অধিকার বিডিআর বিদ্রোহের মামলায় বিডিআর জওয়ানদের বিচারের ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। সে সঙ্গে বিডিআর বিদ্রোহ সংক্রান্ত সরকারি তদন্ত রিপোর্টগুলো পূর্ণাঙ্গভাবে জনসমক্ষে প্রকাশের জন্যও দাবি জানায়।
No comments:
Post a Comment