Wednesday, 23 February 2011

মানবাধিকার কমিশনের রিপোর্ট : জানুয়ারি মাসে ২০৬ খুন

স্টাফ রিপোর্টার

জানুয়ারি মাসে সারাদেশে ২০৬ জন খুন হয়েছে। বেসরকারি সংস্থা বাংলাদেশ মানবাধিকার কমিশনের ডকুমেন্টশন বিভাগের এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। এতে বলা হয়েছে, এ ধরনের হত্যাকাণ্ডে অবশ্যই আইনশৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক নয় বলে মনে করা হয়। কমিশন ২০১১ সালের জানুয়ারি মাসে এই ব্যাপক হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করে।
প্রতিবেদনে বলা হয়, সামাজিক সহিংসতায় ১৫৭, আইন প্রয়োগকারী সংস্থার হাতে ৮, রাজনৈতিক হত্যা ১২, সাংবাদিক খুন ১, এসিডদগ্ধ করে হত্যা ২, যৌন হয়রানির শিকার হয়ে মৃত্যু ৫, গণপিটুনিতে নিহত ৫, চিকিত্সা অবহেলায় মৃত্যু ২, যৌতুকের কারণে নিহত ৬, বিএসএফের গুলিতে নিহত ৪ এবং গৃহপরিচারিকা নিহত ১ জন। এ সময় ১৪ জন ধর্ষণের শিকার হয়েছে। ধর্ষণের পর ৩ জনকে হত্যা করা হয়।

No comments:

Post a Comment