এনএসআই সদস্যের সামনে ঢাকা থেকে প্রকাশিত সাপ্তাহিকের স্টাফ রিপোর্টার মোস্তফা সারোয়ার বিপ্লবকে মারধর করে সন্ত্রাসীরা। রবিবার দুপুরে গজারিয়া উপজেলার নতুন চাষি এলাকায় গাড়ি থামিয়ে মারধর করে সন্ত্রাসীরা তাঁর মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। তাঁকে ভবেরচর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।
সাংবাদিক বিপ্লব জানান, গোয়েন্দা সংস্থা এনএসআইর সদস্য মো. ইসমাইল হোসেনের সঙ্গে একটি বেবিটেক্সিতে করে তিনি ভবেরচর বাজারে যাচ্ছিলেন। কাজী ফার্মের সামনে আসলে সন্ত্রাসী জমু মেম্বার, ওমর আলী, রফিক ও মিন্টুসহ একদল সন্ত্রাসী বেবিটেক্সিটি থামিয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। বিপ্লব আরো জানান, ২০০৯ সালের ২৯ অক্টোবর স্থানীয় এমপির এপিএস শরীফের দাপট নিয়ে সাপ্তাহিকে একটি সংবাদ প্রকাশিত হয়। এর তদন্তের জন্য এনএসআই সদস্য মো. ইসমাইল হোসেন তাঁকে মোবাইলে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। ওই এনএসআই সদস্যের সঙ্গে ভবেরচর বাসস্ট্যান্ড থেকে বেবিটেক্সিতে করে কাজী ফার্মে যাওয়ার সময় সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়।
http://dailykalerkantho.com accessed on 07/06/2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment