Fri 26 Mar 2010 1:55 PM BdST
ঢাকা, ২৬ মার্চ (আরটিএনএন ডটনেট)-- প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারে দেশের কারো কোন দ্বিমত নেই জানিয়ে বিএনপি মহাসচিব খোন্দকার দেলোয়ার বলেছেন, ’৭১-এর যুদ্ধাপরাধের বিচারে আপত্তি নেই বিএনপির। তবে এ বিচার প্রক্রিয়া স্বচ্ছ হতে হবে।
শুক্রবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর শেরেবাংলা নগরে বিএনপির স্থপতি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলের মহাসচিব, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, রফিকুল ইসলাম মিয়া, ঢাকার মেয়র সাদেক হোসেন খোকা প্রমুখ জিয়ার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এ সময় তারা দোয়া ও মোনাজাত করেন।
বিএনপি মহাসচিব বলেন, ‘ক্ষমতাসীন আওয়ামী বলে, যুদ্ধাপরাধ বিচার তাদের নির্বাচনী ইশতেহারে আছে। প্রকৃত যুদ্ধাপরাধীদের বিচারে বিরোধীতা কেউ করেছে বলে আমার জানা নেই।’
তিনি বলেন, ‘সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী তাদের সঠিক বিচার হলে কারো কোন আপত্তি থাকবে না। তবে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে জনমনে।
যুদ্ধাপরাধ বিচার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে কিনা সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে দেলোয়ার বলেন, ‘প্রশ্নটা এখানেই যুদ্ধাপরাধ বিচার এবং তদন্ত কতটুকু সঠিক হবে। এটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হবে কিনা। সেটিই সবচেয়ে বড় প্রশ্ন এবং দেখার বিষয়।’
মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করার সরকারী পরিকল্পনার সমালোচনা করেন তিনি। বলেন, বারবার মুক্তিযোদ্ধার তালিকা পরিবর্তন করায় এ তালিকা নিয়েই এখন জনমনে প্রশ্ন উঠছে।
একাত্তর সালে যুদ্ধের পর মুক্তিযোদ্ধাদের যে তালিকাটি হয়েছিলো, তা কোথায় জানতে চেয়ে বিএনপি মহাসচিব বলেন, বর্তমান সরকার রাজনৈতিক উদ্দেশ্যে মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা করতে চাইছে।
http://rtnn.net/details.php?id=23000&p=1&s=1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment