Tuesday, 6 July 2010

Freedom of expression in Bangladesh : the case of Abu Karim

Shimul Chaudhury

On all such occasions when the Muslims around the world were shocked and thunderstruck for the psychological devastation those vicious attacks wreaked on their beloved religion and Prophet, secular pro-AwamiLeague intellectuals in the Muslim-majority Bangladesh tried to show their defiance by raising their voice in favour of the ‘freedom of expression’ of the writers like Salman Rushdie and Taslima Nasrin.

They did the campaign for Salman Rushdie and the Danish cartoons in a sotto voce fashion, as Rushdie’s affront against Islam and its prophet was too obvious and the escalated grievances over the Danish cartoons too heavy, and as the public sentiment of the Muslim-majority Bangladesh too wounded. But when Taslima Nasrin’s Lajja was banned, many left-leaning and pro-AwamiLeague intellectuals of Bangladesh took to the streets and shouted slogans against the then BNP government. They generally ignore the religious feeling of the majority and use the catchphrase of ‘freedom of expression’ to defend Salman Rushdie or Taslima Nasrin, when most of the people feel their religion is being targeted and their faith taunted.

For example, a young pro-Awami teacher of Dhaka University branded BNP as “a usual ally of the fundamentalists” in his article “Under the gaze of the sate: policing literature and the case of Taslima Nasrin” in which the writer promotes Taslima Nasrin’s putative bravery to hurt the feelings of the Muslims of her country, and vehemently criticises BNP for banning her offensive book Lajja. No wonder that such writings are published in the West, as many Western publishers maintain a particular fascination for such kind of writings though they have little room for the ‘other’ view.

But recently Awami League came back to power, Sheikh Hasina became Bangladesh’s Prime Minister and a poet had to lose his highly-prestigious government job for practicing ‘freedom of expression’. He was one of the top-most civil servants of the Government of Bangladesh and most talented secretary to the Ministry of Information. ATM Fazlul Karim alias Abu Karim was force-retired from his post of information secretary for writing a poetry book titled Baganey Phutey Achhey Oshonkho Golap (Innumerable Roses Have Blossomed in the Garden) in February 2006. In his poetry, the poet uses some fictitious names and satirises Sheikh Mujibur Rahman and some his family members in the same manner as many Western writers do with regard to their living and dead political leaders.

After Awami League came to power after the general elections of 29 December 2008, Abu Karim was sent on compulsory retirement on 23 February 2009. The Suchipatra Prokashona, the publisher of his book, is now under a perceived threat of closure, which will mean job losses of a number of people working for the publishing house. Under the circumstances, one can easily imagine the fear and intimidation under which Sayeed Bari, proprietor of the Suchipatra Prorkashana, is passing his days. Both Sayeed Bari and I myself know that dozens of people have been lynched and killed by Awami activists since the party won the last general election few months ago. For the same reason, no wonder, I am using a pseudonym to write this humble essay.

Awami bigwigs and intellectuals for the time being remained forgetful about the catchphrase ‘freedom of expression’ and used a not-previously-known Awami leader Hazrat Moulana Mohammad Elias Hossain Bin Helali, the president of Bangladesh Awami Olama League Central Committee, to file a case against Abu Karim with the Chief Metropolitan Magistrate's Court in Dhaka on 22 February 2009. Again on 5 March 2009, Moulana Mohammad Ismail Hossain, President of Bangladesh Olama League, filed another case with the same court against Abu Karim and Sayeed Bari, the proprietor of Suchipatra.

This time, the streets of Dhaka have not had the privilege of experiencing any pro- freedom of expression demonstrations. Nor did they have the touch of the feet of the many Dhaka University professors who were quite active and loud while promoting the case of Taslima Nasrin. In previous cases, the target of the ‘freedom of expression’ was the prophet of Islam; hence, that ‘freedom’ had to be maintained and promoted! This time, the target is Sheikh Mujibur Rahman; hence, the ‘freedom of expression’ should be stopped and punished! Such double standard is not surprising in a country like Bangladesh where ‘intellectuals’ are mesmerised by the ‘glamour’ of rebuking their religion (Islam) with the hope that such a stance may earn them Western approval of their academic standing and secular orientation.

Lastly, it is interesting to note that Awami League used two ‘Moulanas’ (Islamic clerics) – not any secular intellectuals – to file the cases against Abu Karim and Sayeed Bari. Such a strategy serves another purpose: it is always the madrasah-educated religious obscurantists who are against the freedom of expression and go to the court to stop a poet! By using the apparently Islamic clerics like Hazrat Moulana Mohammad Elias Hossain Bin Helali and Moulana Mohammad Ismail Hossain, they want to reinforce the supposed association between Islam and the absence of freedom of expression. Or shall we believe that the secular intellectuals in the rank and file of Awami League did not bother to file any case against Abu Karim and Sayeed Bari? Was it simply because of these two Moulanas that Abu Karim lost his important government job? If not, why these two Moulanas?

http://humanrightsinbangladesh.com/7.php

Test on patriotism

Shimul Chaudhury

Unfortunately, now we have a new enemy which is no one other than the country that helped us achieve liberation.

Bangladeshis are regularly being killed in the border regions by the people in uniform of that country. Recently, they entered Bangladesh, dug dozens of bunkers inside our country, set up border posts in our territory and wounded many of our compatriots in the Sylhet border areas by firing indiscriminately.

Despite regular atrocities by the BSFs and the illegal intrusion into our country and the continuous threats and intimidations by the Indian forces, we do not hear our ‘self-made patriots’ say any strong words against India . No political rallies against India ’s wrongdoings, no statements by political analysts or by university professors! Nor do we see any media campaign against India ’s hegemony. Many newspapers try to keep people of the country in the dark about India ’s hostilities. All keep quiet, as if nothing has been happening.

Instead, they try to distract our attention from the real problem of India by continuously telling us about what Pakistan had done nearly half a century ago. Hypocrisy has a limit. Theirs’ has gone beyond all limits. Their loyalty is not to Bangladesh , but to another country. They are not patriots; they are traitors. People of Bangladesh are gradually wising up to this fact.

http://humanrightsinbangladesh.com/5.php

Concerns for civil rights in Bangladesh and a consistency check!

Shimul Chaudhury

Their houses have been raided, offices burnt down and educational institutions attacked. Many JS people (male and female) have been arrested simply because they possessed Islamic books including the Qur’an which are by no means banned by the government, while dozens of them were arrested from peaceful rallies against state repression.

Many Dhaka University (DU) students had had to leave University dormitories earlier and rent private houses in the vicinity in the wake of Awami League’s assumption of power in late 2008. This was because they had been regularly intimidated and tortured in their residential halls for their supposed involvement in the student wing of Jamaat. Then, after the RU incident of 9 Feb. 2010, the police at the behest of the government arrested many of them from those private houses which were targeted for nocturnal raids. Pushed out by Chhatra League (student wing of AL) cadres and then arrested by the police from their rented houses, their address is now prison. They may have found it difficult to understand the links between their sufferings and the incident at a remote place, RU. The view of respectable DU students being paraded in front of media cameras while their waists were tied tight was an affront on the collective sense of dignity of all belonging to the University. Unfortunately, the DU authority failed to seek legal remedies for the sufferings of these students or to condemn such inhumane treatment by the police.

The AL regime’s continuous crackdown has gone on unabated since it came to power this time in late 2008, and it has exacerbated with the issue of Faruk’s death at RU. According to media reports, police’s role while he was killed has remained mysterious; and Jamaat-Shibir (JS) people have categorically denied having anything to do with the death of Faruk. However, the way JS people have been apprehended and tortured in police custody and by people linked with the regime has dwarfed the records of all such political crackdowns in Bangladesh’s recent history.

Under the circumstances, the silence of the civil society within the country and of the rights groups – both local and international – provokes a consistency check on their concerns for basic human rights and civil liberties. If an Islamic political party were not the target of these state surveillance and repression, we must have seen by this time a lot of local and foreign media coverage and outcries of the rights groups internationally. Except for a mild ‘statement’ from Amnesty International, we have not seen any concerns of international organizations or foreign missions in Dhaka about the months-long political tyranny in Bangladesh. This reticence of the advocates of human rights questions their doctrinal commitment to the principles of human rights and political freedom.

Let me mention another fact: rights groups and UN affiliated bodies are overly vocal on the issue of Chittagong Hill Tracts, but totally quiet on the issue of continuous killings of Bangladeshis by Indian border security forces. While, within Bangladesh, they remain silent about the sufferings of Jamaat-Shibir people, they maintain a similar policy when India violates the sovereignty of Bangladesh either by killing innocent Bangladeshis or by intruding in Bangladesh again and again. The above facts make its enormously clear that dominant human rights groups and foreign missions in Bangladesh are not consistent in their concern for civil liberty issues. I believe educated Bangladeshis understand that Bangladeshi national politics is hugely influenced by the interests of a powerful neighbouring country and by West's Islamophobic attitude. Bangladeshi political parties that refuse to bow down to the dictates of this regional and global hegemony are more likely to experience torture and crackdown. And here lies the test of patriotism for the Bangladeshis!

Saturday, 26 June 2010

লোহার শিকের সাথে হাতকড়া লাগিয়ে জিজ্ঞাসাবাদ



কবরের মতো ছোট অìধকার প্রকোষ্ঠে চোখ বেঁধে এবং লোহার শিকের সাথে হাতকড়া লাগিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে আমার দেশ সম্পাদক ও সাবেক জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানকে। গত বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১০ ঘন্টা এভাবেই তাকে টিএফআই সেলে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন। মাহমুদুর রহমান আদালতের উদ্দেশে প্রশ্ন রেখে বলেন, টর্চারের ‘ডেফিনেশন’ (সংজ্ঞা)-এ কী আছে তা আপনারা ভালো বলতে পারবেন। আমি যতদূর জানি, বাংলাদেশ ‘ইউনাইটেড নেসন্স’র ‘কনভেনশন এগেইনেস্ট টর্চার’-এ স্বাক্ষর করেছে। এতে সই করার পর কোনো সরকার তার যেকোনো নাগরিকের সাথে এ ধরনের আচরণ করতে পারে কি না? এ ছাড়া সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চোখ বেঁধে রাখার কোনো আইনি বিধান আছে কি না? এটা বিবেচনা করার দায়িত্ব মাননীয় আদালতের।
বিমানবন্দর থানার দায়েরকৃত রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ড শেষে গতকাল তাকে আদালতে আনা হয়। এ নিয়ে চারটি মামলায় তিনি ১২ দিন রিমান্ডে ছিলেন। গতকাল আদালতের নির্দেশে তাকে জেলহাজতে পাঠানো হয়।
আদালতের অনুমতি নিয়ে মাহমুদুর রহমান বলেন, ‘বুধবার সকাল সাড়ে ৬টায় আমাকে ডিবি অফিস থেকে বের করে নিয়ে যাওয়া হয়। বলা হয়, এটা র‌্যাব-১ অফিসের টিএফআই সেল। ওই সেলে নিয়ে আমার হাতকড়া পরানো হয় এবং আমার চোখ বাঁধা হয়। সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আমাকে চোখ বেঁধে এবং হাতকড়া বেঁধে রাখা হয়। এটা আইনের বিধান কি না মাননীয় আদালত আপনারা বিবেচনা করবেন। এখানে আইনের লোকজন আছেন। তা দেখবেন। সারা বাংলাদেশে আইনকে কোথায় নিয়ে যেতে চাওয়া হচ্ছে তা আপনারা বিবেচনা করবেন।’ তিনি বলেন, ‘পুরো সময়টা চোখ বেঁধে রেখে এবং হাতকড়া পরিয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমাকে যখন সেল নামক একটি জায়গায় দেয়া হয়েছে, সে জায়গাটা খুব বেশি হলে একটা কবরের সাইজ হতে পারে।’ আদালতের কাঠগড়ার শিক দেখিয়ে মাহমুদুর রহমান বলেন, সেখানে এ রকম শিকের সাথে আমার এক হাত হাতকড়া বাঁধা এবং বাকিটাও ওই শিকের সাথে বাঁধা অবস্খায় ছিলাম। এভাবে বিকেল ৫টা পর্যন্ত জিজ্ঞাসাবাদ শেষে আমাকে সেখান থেকে আবার ডিবি অফিসে নিয়ে যাওয়া হয়।
আদালতে তিনি বলেন, যে অত্যাচারের মধ্য দিয়ে আমি ২৪ দিন অতিবাহিত করছি সে অত্যাচারটা করা হচ্ছে আইনকে সামনে রেখে। আইনকে ব্যবহার করে। আইনকে ব্যবহার করে যদি এ ধরনের অত্যাচার একজন নাগরিকের ওপর করা হয়, তাহলে এর ধারাবাহিকতা চলতে থাকবে। এতে রাষ্ট্র কোন অবস্খায় যাবে তা আপনি বিবেচনা করবেন। আদালতকে ধন্যবাদ দিয়ে তিনি তার বক্তব্য শেষ করেন।
এ দিকে পৃথক তিনটি মামলায় ১২ দিনের রিমান্ড শেষে মাহমুদুর রহমানকে গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। বিমানবন্দর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ড শেষে গতকাল দুপুরে তাকে আদালতে হাজির করা হলে নতুন কোনো রিমান্ড আবেদন না থাকায় আদালত তাকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। একই সাথে কারাবিধি অনুযায়ী তার চিকিৎসার ব্যবস্খা ও অন্যান্য সুবিধা নিশ্চিত করারও নির্দেশ দেয়া হয়।
আদালতে মাহমুদুর রহমানের আইনজীবীরা বলেন, রিমান্ডের নামে তার ওপর নির্যাতন করা হয়েছে। তাকে রক্ষার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করে সুচিকিৎসা দরকার। আইনজীবীরা আদালতকে আরো বলেন, মাহমুদুর রহমানের বিষয়ে হাইকোর্ট যে নির্দেশনা দিয়েছেন পুলিশ তা মানছে না। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী আদালত আসামিকে অসুস্খ মনে করলে তার সুস্খতার জন্য মেডিক্যাল বোর্ড গঠন করে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করাতে হবে। কিন্তু মাহমুদুর রহমানের ক্ষেত্রে তা মানা হয়নি। আইনজীবীরা বলেন, পুলিশ চার দিনের নামে পাঁচ দিন কেন তাকে রিমান্ডে রাখল এবং মামলার তদন্তকারী কর্মকর্তা তার কাছে আসামি না রেখে কেন তৃতীয় সংস্খার কাছে হস্তান্তর করল আদালত থেকে তারও ব্যাখ্যা দেয়া উচিত।
মাহমুদুর রহমানকে বেলা ১টা ৫০ মিনিটের সময় আদালতের গারদখানায় নিয়ে আসা হয়। দীর্ঘক্ষণ গারদখানায় রাখার পর তাকে বিমানবন্দর থানায় দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলায় চার দিনের রিমান্ড শেষে বেলা ৩টা ২০ মিনিটে ঢাকার মহানগর হাকিম মোস্তফা শাহরিয়ার খানের আদালতে হাজির করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা নতুন করে রিমান্ড না চাওয়ায় মাহমুদুর রহমানকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। একই সাথে কারাবিধি মোতাবেক তার সুচিকিৎসা নিশ্চিত করার জন্য জেল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
আদালত মাহমুদুর রহমানের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে জেলে পাঠানোর আগে এক ঘন্টা আদালত কক্ষে তার আইনজীবীদের সাথে মামলাসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করার অনুমতি দেন। মাহমুদুর রহমান আইনজীবীদের বলেন, ডিবি অফিস থেকে বের করার সময় তিনি তার মাকে রাস্তায় দেখেছেন। তার চোখে পানি দেখেছেন, কিন্তু তার কণ্ঠস্বর শুনতে পাননি।
এ দিকে মামলার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুর রহমানকে বিমানবন্দর থানায় না রেখে তৃতীয় সংস্খার (পক্ষের) কাছে কেন হস্তান্তর করেছেন সেই বিষয়ে আদালত কোনো আদেশ দেননি।
এর আগে সকালে মাহমুদুর রহমানের আইনজীবীরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পৃথক তিনটি মামলায় জামিনের জন্য আবেদন জানালে অতিরিক্ত মহানগর দায়রা জজ মো: ইসমাঈল হোসেন শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন।
মাহমুদুর রহমানের পক্ষে সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী, ঢাকা আইনজীবী সমিতির সভাপতি মো: সানাউল্লাহ মিয়া, মো: মাসুদ আহমেদ তালুকদার, মো: খোরশেদ আলম, গোলাম মোস্তফা খান, সালেহ উদ্দিন, ব্যারিস্টার আহসান কবির, মো: মহসিন মিয়া, মোসলেম উদ্দিন জসিম, ওমর ফারুক, খন্দকার দিদারুল ইসলাম, সালেহ উদ্দিন, মো: জাকির হোসেন ভূঁইয়া, মো: তৈমূর আলম খন্দকার, মো: জয়নাল আবেদীন মেজবাহ, মো: তাহেরুল ইসলামসহ প্রায় অর্ধশত আইনজীবী মামলা পরিচালনা করেন।

Wednesday, 23 June 2010

সমাবেশ করে সাংবাদিককে পেটানোর ঘোষণা

আখাউড়া ও সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি | তারিখ: ২৪-০৬-২০১০


সমাবেশ করে প্রথম আলোর ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ওয়ালিদ সিকদারকে মারার হুমকি দেওয়া হয়েছে। সমাবেশ শেষে ‘জেএমবি’ আরাফাতের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অর্ধশত নেতা-কর্মী ওয়ালিদ সিকদারের বাসায় গিয়ে তাঁকে খুঁজতে থাকেন। ওয়ালিদ তখন বাসায় ছিলেন না। তাঁরা পরে শহরের বিভিন্ন স্থানে তাঁর খোঁজে তল্লাশি চালান।
‘সাংসদের আপত্তিতে অতিথি করায়...’ শিরোনামে গত মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত সংবাদের প্রতিক্রিয়ায় এ ঘটনা ঘটানো হয়। সোমবার সাংসদের উপস্থিতিতে জেলা আইনজীবী সমিতির সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তর ভেঙে ফেলেন ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব রবিউল আলম ওবায়দুল মোকতাদির চৌধুরীকে বিশেষ অতিথি করায় সাংসদ আপত্তি করেন এবং ক্ষুব্ধ হন। পরে নতুন ভিত্তিপ্রস্তর বানানো হয় এবং মঙ্গলবার আইন প্রতিমন্ত্রী ভবনের কাজ উদ্বোধন করেন।
ভিত্তিপ্রস্তর ভাঙার খবর প্রকাশের পর ওই দিনই স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সভাপতি লুৎফুল হাই প্রথম আলোর প্রতিনিধিকে ফোন করে অকথ্য ভাষায় গালাগালি করেন। সাংসদ বলেন, ‘তুই আমার কিছু পাইলেই পত্রিকায় নিউজ করিস। অথচ কয়েক দিন আগে শহরে বিএমএর সাধারণ সম্পাদক ও যুবলীগের সহসভাপতি বাবলুর (আশিকুল আলম) মধ্যে অনেক ঘটনা ঘটছে, পুলিশ এই ঘটনা সামলাতে গুলিবর্ষণ করেছে। এই সব নিউজ তুই পিটা খাওয়ার ভয়ে পত্রিকায় না করে অনলাইনে করেছিস। আর আমার বিরুদ্ধে কিছু হলে পত্রিকায় নিউজ করিস।’ তিনি প্রথম আলোর প্রতিনিধিকে দেখে নেওয়ারও হুমকি দেন। তবে তিনি বা তাঁর পক্ষে কেউ সংবাদের কোনো লিখিত প্রতিবাদ করেননি।
এরপর গতকাল আওয়ামী লীগ এবং ছাত্র ও যুবলীগের নেতা-কর্মীরা মাবববন্ধন করেন, পত্রিকার কপিতে আগুন দেন এবং সমাবেশ করেন। সমাবেশে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস ঘোষণা দেন, ‘রবিনকে (ওয়ালিদ সিকদারের ডাক নাম) যেখানে পাওয়া যাবে, সেখানেই পেটানো হবে।’
জেলা আওয়ামী লীগের সহসভাপতি আমানুল হক ওরফে সেন্টুর সভাপতিত্বে পৌর আধুনিক সুপার মার্কেটের সামনে সমাবেশে জেলা যুবলীগের সভাপতি মাহবুবুল আলম খোকন ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আলোকে অবাঞ্ছিত করার হুমকি দেন।
আমানুল হক বলেন, ‘প্রথম আলোয় যে সংবাদ প্রকাশিত হয়েছে, তার প্রতিবাদে যে মানববন্ধন হয়েছে, তাতে অন্য বক্তারা সবই বলেছেন। আমিও বলতে চাই, এমন সংবাদ প্রকাশ করলে ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম আলোকে ঢুকতে দেওয়া হবে না।’
এর আগে শহরের তোফায়েল আজম (টিএ রোড) সড়কে ১৭ আগস্ট বোমা হামলা মামলার অন্যতম আসামি শেখ মো. আরাফাত ওরফে জেএমবি আরাফাত, শহরের কান্দিপাড়ার ব্যবসায়ী শাহীন খাঁ হত্যা মামলার আসামি মো. আল-আমিনের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা প্রথম আলোর কপিতে আগুন দেন। এ সময় প্রথম আলোর প্রতিনিধির চামড়া তুলে নেওয়া হবে বলে স্লোগান দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের বিশ্বস্ত সূত্রে জানা গেছে, ১২ মে প্রথম আলোয় ‘দখলের কবলে মেঘনা’ শিরোনামে একটি সচিত্র সংবাদ প্রকাশিত হয়। এর পর থেকেই সাংসদ লুৎফুল হাই প্রথম আলোর ওপর ক্ষিপ্ত হন। মঙ্গলবার ‘সাংসদের আপত্তিতে অতিথি করায়...’ শিরোনামে সংবাদ প্রকাশিত হলে তিনি প্রথম আলোর প্রতিনিধিকে ফোন করে হুমকি দেন।
সংবাদটি সঠিক ছিল বলে মন্তব্য করে জেলার প্রবীণ আইনজীবী ও আওয়ামী আইনজীবী পরিষদের সভাপতি হামিদুর রহমান বলেন, ‘বর্তমানে আওয়ামী লীগের যা কর্মকাণ্ড, তাতে আমি যে আওয়ামী লীগের একজন, তা বলতে ইচ্ছে করে না।’ তিনি প্রথম আলোকে সব প্রতিকূলতার মধ্যেও সত্য সংবাদ প্রকাশ করার অনুরোধ করেন।
জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা জাতীয় পার্টির সহসভাপতি হারুনুর রশিদ খান বলেন, ‘প্রথম আলোয় মঙ্গলবার প্রকাশিত সংবাদটি মার্জিত, বস্তুনিষ্ঠ এবং শতভাগ সত্য ছিল। সোমবার ঘটনা ঘটার পর সাংসদ লুৎফুল হাই সাচ্চুকে জিজ্ঞাসা করেছিলাম, “আপনার উপস্থিতিতে এমন ঘটনা কী করে ঘটল?” তিনি এর কোনো উত্তর দেননি।’
সমিতির সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ নাজমুল হোসেন বলেন, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা সাংসদের সামনেই ফলকটি ভাঙেন। এ নিয়ে প্রথম আলোয় প্রকাশিত প্রতিবেদন নিয়ে ভিন্নমত প্রকাশ করার কোনো সুযোগ নেই। যা ঘটেছে, শত শত আইনজীবীর সামনেই ঘটেছে।
জাতীয় আইনজীবী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জাসদের (ইনু) সভাপতি আক্তার হোসেন সাঈদ বলেন, সত্য সংবাদ সবাই মেনে নিতে পারেন না। তাই তাঁরা এসব করছেন।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি সাবেক পিপি শফিকুল ইসলাম বলেন, শত শত আইনজীবীর সামনে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্মাণাধীন সম্প্রসারিত ভবনের ভিত্তিপ্রস্তরটি যাঁরা ভেঙেছেন, তাঁরা সাংসদের সঙ্গে এসেছেন, তাঁর সামনেই ভেঙেছেন, তাঁর সঙ্গেই আইনজীবী সমিতিতে বসেছিলেন এবং তাঁর সঙ্গেই আদালত এলাকা ত্যাগ করেন। তিনি বলেন, ‘আশা করি, প্রথম আলো সত্য সংবাদ প্রকাশের পথ থেকে সরে যাবে না।’
গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক কাজী মাসুদ আহম্মেদ বলেন, ‘ভিত্তিপ্রস্তরটি যাঁরা ভেঙেছেন, তাঁরা লুকিয়ে-ছাপিয়ে ভাঙেননি। আর সংবাদটি বেশ কয়েকটি জাতীয় ও স্থানীয় দৈনিকেও ছাপা হয়েছিল।’
ক্ষোভ ও নিন্দা: জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জহিরুল হক খান (বীর প্রতীক) প্রথম আলোর প্রতিনিধিকে মারতে খোঁজ করা এবং পত্রিকা পোড়ানোর ঘটনায় নিন্দা জানান। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবও গত রাতে জরুরি সভা করে নিন্দা জানায়। বাংলাদেশ সাংবাদিক সমিতির ব্রাহ্মণবাড়িয়ার আহ্বায়ক দীপক চৌধুরী এ ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান।

source:http://www.prothom-alo.com/detail/date/2010-06-24/news/73371

Thursday, 17 June 2010

পটুয়াখালীতে আলতাফ চৌধুরীর সভা ও বাসভবনে হামলা

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরীর পটুয়াখালীর বাসভবনের সামনে তাঁর উপস্থিতিতে এক সভায় আওয়ামী লীগের নেতা-কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। হামলায় অন্তত ২৫ জন আহত হয়েছেন। এ ছাড়া একটি মোটরসাইকেল ও আসবাব পুড়িয়ে দেওয়া হয়েছে। ভাঙচুর করা হয়েছে বিএনপির এই নেতার বাসভবনে। গতকাল বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিএনপির নেতা আলতাফ হোসেন চৌধুরী শহরের শেরেবাংলা সড়কের নিজ ভবনের সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে সভা করছিলেন। এতে দলের অন্তত আড়াই শ নেতা-কর্মী যোগ দেন। সভা চলাকালে দুপুর ১২টার দিকে একদল সন্ত্রাসী সেখানে হামলা চালায়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের ২৫ জন নেতা-কর্মী আহত হন। আহত ব্যক্তিরা স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। এ ছাড়া হামলাকারীরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে। হামলাকারীরা একপর্যায়ে আলতাফ হোসেনের বাসভবনের আসবাব ভাঙচুর করে। পরে পুলিশ ও র‌্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
গতকাল সন্ধ্যায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে আলতাফ হোসেন চৌধুরী অভিযোগ করেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী ওই হামলায় অংশ নেন। এ ঘটনায় তিনি থানায় মামলা করবেন বলেও জানান।
এই অভিযোগ ভিত্তিহীন উল্লেখ করে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খান মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, অভ্যন্তরীণ কোন্দলের জেরে বিএনপির নেতা-কর্মীরাই ওই হামলা চালিয়েছেন। এ ঘটনায় আওয়ামী লীগ ও এর কোনো সহযোগী সংগঠনের সদস্যরা জড়িত নন।
পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নরেশ চন্দ্র কর্মকার জানান, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে পুলিশ মোতায়েন ছিল।

http://www.prothom-alo.com/detail/date/2010-06-17/news/71570

Wednesday, 16 June 2010

ফের আটক সাকা চৌধুরী



চট্টগ্রাম, ১৬ জুন (আরটিএনএন ডটনেট)-- তিন ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দেয়ার কয়েক মিনিটের মাথায় ফের আটক করা হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে।

এর আগে বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তাকে চট্টগ্রামের বলিরহাট এলাকায় আটক করে পুলিশ।

আটকের পর বাকলিয়া থানা পুলিশ থানার সামনে সালাউদ্দিন কাদেরকে নিজ গাড়িতে ঘেরাও করে রাখে। পরে বিচারিক ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তাকে ছেড়ে দেয়া হয়।

পুলিশ জানায়, সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আটক করা হয়। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় কর্তব্যরত ম্যাজিস্ট্রট তাকে অব্যাহিত দেন।

ছেড়ে দেয়ার পরপরই একই অভিযোগে তাকে ফের আটক করে পুলিশ। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীরা থানার সামনে বিক্ষোভ প্রদর্শন করে।

পরিস্থিতি থমথমে বলে জানা গেছে। ঘটনাস্থলে মীর নাসির সহ বিএনপির বেশ কয়েকজন নেতা উপস্থিত রয়েছেন।

অবশ্য আটক হওয়ার পর সালাউদ্দিন কাদের চৌধুরী দাবি করেছিলেন, স্থানীয় এক বাসায় দাওয়াত শেষে ফেরার সময় পুলিশ তাকে আটক করেছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তিনি অস্বীকার করেন।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের সব ধরনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শেষ হয়।

উল্লেখ্য, প্রায় তিন সপ্তাহের টানা প্রচারণার পর আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচন নির্বিঘ্ন করতে ১৪ জুন চট্টগ্রামে প্রায় ৭০০ সেনা মোতায়েনের পাশাপশি ১৬ হাজার নিরাপত্তাকর্মী মাঠে নামে।

http://rtnn.net/details.php?id=25280&p=1&s=1